চকরিয়া হাসপাতালে একদিনে নরমাল ডেলিভারিতে ১২ শিশুর জন্ম


চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসুতি বিভাগের মিডওয়াইফ টিমের দক্ষতা, আন্তরিক প্রচেষ্টা ও নিবিড় পরিচর্যায় সুস্থ্য ও স্বাভাবিকভাবে একদিনে নরমাল ডেলিভারিতে ১২ শিশুর জন্ম হয়েছে।
শুক্রবার ভোররাত থেকে শনিবার ভোররাত সাড়ে ছয়টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে ভর্তি হওয়া প্রসুতি রোগীরা বিনা খরচে নরমাল ডেলিভারি সেবা গ্রহণ করেন।
জানা গেছে, বর্ষা মৌসুমের টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসুতি বিভাগের ডেলিভারি টিম প্রসুতি নারীদের মাঝে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যকর্মীদের নিবিড় পরিচর্যা ও তদারকিতে শুক্রবার ভোররাত থেকে শনিবার (৫ জুলাই) সকাল ছয়টার মধ্যে ২৪ ঘণ্টায় ১২ জন প্রসুতি নারী নরমাল ডেলিভারিতে জন্ম দিয়েছেন ১২ নবজাতক শিশু।
চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের দক্ষ গাইনী বিশেষজ্ঞ ডা. শামীমা সোলতানা ও অভিজ্ঞ মিডওয়াইফ নার্সদের নিবেদিত প্রচেষ্টায় এ সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, সরকারি হাসপাতালে প্রসুতি সেবা নিতে আসা বেশিরভাগ রোগী গরীব ও হতদরিদ্র। বিপুল টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার সামর্থ্য অনেকের নেই। এসব বিষয় বিবেচনা করে সেবা নিতে প্রসুতি রোগীর মাঝে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রসুতি বিভাগের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ প্রসুতি চিকিৎসক ও মিডওয়াইফ নার্সদের সমন্বয়ে ডেলিভারি টিমের সদস্যরা নানা প্রতিকূল মুহূর্তেও তাদের পেশাদারিত্ব সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।