parbattanews

চকরিয়ার বাবু অনিল কান্তি ধর পেলেন সর্বোচ্চ করদাতার রাষ্ট্রীয় সম্মাননা

anil-kanti-dhar-pic-26-11-16-copy

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার সর্বোচ্চ করপ্রদানকারী হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা (সিআইপি) পুরস্কারে ভূষিত হয়েছেন চকরিয়া পৌরসভার নিউ মার্কেটস্থ মর্ডাণ স্বর্ণ বিতানের স্বত্ত্বাধিকারী বাবু অনিল কান্তি ধর (মহাজন)।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি উক্ত সম্মাননা তুলে দেন। গত ২৪নভেম্বর আয়কর বিভাগ চট্টগ্রাম কর্তৃক বঙ্গবন্ধু কনফারেন্স হল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আগ্রাবাদ চট্টগ্রামে কর অঞ্চল সমূহের করদাতাবৃন্দের মধ্যে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরীতে সম্মাননা প্রদান এবং আয়কর সপ্তাহ উদ্বোধনী অনু্ষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিন, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো: খলিলুর রহমান, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বেগম কামরুন মালেক।

আয়কর বিভাগ থেকে সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে সিআইপি পদকে ভূষিত হওয়ায় চকরিয়া মর্ডাণ স্বর্ণ বিতানের স্বত্ত্বাধিকারী বাবু অনিল কান্তি ধর সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Exit mobile version