parbattanews

চকরিয়ায় অবৈধ দখলদারের হাত থেকে ইউএনও‘র স্কুল ভবন উদ্ধার

চকরিয়া উপজেলা প্রশাসন সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে অভিযান চালায়

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়স্থ রিংভং দক্ষিণ পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে চকরিয়া উপজেলা প্রশাসন সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে অভিযান চালায়।

এ সময় বিদ্যালয়ের মালিকানাধীন ভবন উদ্ধার করে বিদ্যালয়ের ভবনের চাবি স্কুল প্রধান শিক্ষকের হাতে বুঝিয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে অভিযান চালিয়ে রিংভং দক্ষিণ পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে স্কুলের ভবনটি উদ্ধার হওয়ায় এলাকার মানুষ আনন্দে মেতে উঠে।

এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, ডুলাহাজারা ইউপি সদস্য রফিক আহমদসহ বন বিভাগের কর্মীরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, রিংভং প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে অবৈধ জবর দখলে রাখেন একটি দখলবাজ চক্র। দখলদারদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে অবৈধ দখলে থাকা ভবনটি দখলমুক্ত করে ভবনের চাবি প্রধান শিক্ষকের হাতে বুঝিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, সরকারি কোন জায়গা অবৈধ ভাবে দখলে রাখলে সে যতবড় শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা।

Exit mobile version