চকরিয়ায় আলোচিত নোবেল হত্যা মামলার আসামি গ্রেফতার


চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ও চাঞ্চল্যকর সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম পালাতক আসামী আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৭) কে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার (১৮ মে) দিবাগত রাতে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আরিফ ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. আবদুল জব্বার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বড় ভেওলা এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চকরিয়ার আলোচিত নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে নোবেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।