parbattanews

চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মারামারি: আহত-২৮, গ্রেফতার-১

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে দুই স্কুলের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় স্কুলের অন্তত ২৫-২৮জন পরীক্ষার্থী কমবেশী আহত হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সৃষ্ট ঘটনার ব্যাপারে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের আরিফুল ইসলাম নামের এক এসএসসি পরিক্ষার্থীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি)দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরশহরস্থ পুরাতন বিমান বন্দর সড়কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে সাধারণ পরীক্ষার্থীদের মাঝে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) এসএসসি’র ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এক পরিক্ষার্থী ছাত্রের সাথে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর ছাত্রের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া দু’শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর পরই ওই দুই স্কুলের পরীক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫-২৮জন ছাত্র কমবেশি আহত হয়।

পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক চকরিয়া সার্কেলের(এএসপি)সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Exit mobile version