parbattanews

চকরিয়ায় এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন, সতর্ক থাকার আহ্বান

কক্সবাজারের চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন এর ব্যবহৃত সরকারি অফিসিয়াল ০১৭৩৩৩৭৩২১৬ মোবাইল নাম্বারটি প্রতারক চক্র ক্লোন করেছে।

সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন শনিবার (১০ এপ্রিল) রাতে “Ac Land Chakaria” ফেসবুক ফেইজে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি এ বিষয়ে সতর্ক ও সাবধানতা থাকার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন। নিম্নে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন এর দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো- “কোন এক প্রতারক চক্র আমার অফিসিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করেছে৷ সকলকে এ বিষয়ে সচেতন হবার জন্য অনুরোধ করা হল।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, অফিসিয়াল সরকারি নাম্বারটি শনিবার সন্ধ্যার দিকে ক্লোন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হবে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন করার বিষয়ে তিনি (এসি ল্যান্ড) এখনো থানায় কোন জিডি করেননি। জিডি করলে আমি জানতে পারতাম।

Exit mobile version