চকরিয়ায় কাউন্সিলরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের
চকরিয়া পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত অপরারীদের অবিলম্বে গ্রেফতার দাবিতে ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন নেতৃবৃন্দ।
বিবৃতি দিয়েছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা পৌরসচিব মাস-উদ মোর্শেদ, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভার নকশাকার আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, মেডিক্যাল অফিসার ডাক্তার মো.লোকমান, হিসাব রক্ষন কর্মকর্তা সফায়াত হোসেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পৌরসভার কর আদায়কারী জহুরুল মওলা, বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক বিল্ডিং পরির্দশক রাজিফ চৌধুরীসহ সকল কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর রেজাউল করিম এলাকার উন্নয়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে তিনি পৌরসভার ২নং ওয়ার্ডকে উন্নয়নে ঢেলে সাজাচ্ছেন। আর এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন সময়ে কাউন্সিলর রেজাউল কতিপয় মহলের চক্ষুসুল হয়েছে।
সম্প্রতি সময়ে পৌরসভার ২নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শুরু হলে এলাকার কতিপয় মহল নানাভাবে বাধা দেন। এমনকি এরই জেরে হামলাকারী সন্ত্রাসী কফিল উদ্দিন ইতোপুর্বেও উন্নয়ন কাজে বাধা দিয়েছে। আর এসব ঘটনায় কাউন্সিলর রেজাউল চকরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে হুমকি দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু এরপর সংশ্লিষ্ট প্রশাসন কেনো ব্যবস্থা নেয়নি।