parbattanews

চকরিয়ায় চাঞ্চল্যকর আমির হোছন হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর আমির হোছন হত্যাকাণ্ডের মূল আসামি আবদুর রহমান (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোর রাতে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ডুলাহাজারা ইউনিয়নের পুর্ব ডুমখালী এলাকায় আমির হোসেন হত্যার ঘটনায় জড়িত আসামি গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডুমখালী এলাকায় দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে হত্যাকাণ্ডের মূল আসামি ডুমখালী এলাকার মো. ইউসুফের পুত্র আবদুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হই। বৃহস্পতিবার দুপুরে ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মে রাত আটটার সময় মালুমঘাট স্টেশন থেকে আমির হোছনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ২৬ মে নিহত আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আবদুর রহমান ওই মামলায় হত্যাকাণ্ডের এজাহার নামীয় দুই নাম্বার আসামি।

Exit mobile version