চকরিয়ায় চিংড়ী ঘের থেকে লাশ উদ্ধার


চকরিয়া উপজেলার উপকূলীয় চিরখালী এলাকার চিংড়ী ঘের এলাকায় পলবোটের জালে আটকা পড়ে কপিল উদ্দীন (৫৫) নামে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
কপিল উদ্দিন বদরখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড়ের পুকপুকরিয়া এলাকার বাসিন্দা রফিক উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেল ৫টার দিকে তিনি চিংড়ী ঘেরের মেরামত করতে গিয়ে পলবোটের জালে আটকা পড়ে তার মৃত্যু হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য তৎপরতা চালানো হচ্ছে এবং আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।