parbattanews

চকরিয়ায় দশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করেছে বদরখালী নৌ-পুলিশ

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বদরখালী-মহেশখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্ট এলাকায় বদরখালী নৌ-পুলিশের অভিযানে জব্ধকৃত দশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল শনিবার(৭ অক্টোবর ) মহেশখালী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ছাবেদুল হকের উপস্থিতে ওই নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নৌ পুলিশ সুত্রে জানাগেছে, বদরখালী-মহেশখালী চ্যানেলে গত ৫ অক্টোবর গভীর রাতে জাটকা নিধন সংরক্ষণ নিশ্চিত করণে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর পায়েল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে সাগরে জাটকা নিষিদ্ধ অবস্থায় এসব কারেন্ট জাল নিয়ে অবৈধভাবে মাছ নিধন করে আসছিল একশ্রেণির জেলে। গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর পায়েল হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল, পাচঁ কেজি মা’ ইলিশসহ ৭ জনকে গ্রেফতার করেন। এবং জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন মালামাল নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

ওই জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল গুলি আগুনে পুড়িয়ে শনিবার দুপুরে ধ্বংস করা হয়। নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে ফাঁড়ির ইনচার্জ জানান।

 

Exit mobile version