parbattanews

চকরিয়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মাহামুদুল হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু মাহমুদুল হাসান ওই এলাকার মাওলানা হাফেজ আবুদল করিমের সন্তান। স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালের দিকে বাসা থেকে প্রতিদিনের ন্যায় খেলতে বের হয় শিশু মাহমুদুল হাসান। বাড়ির পাশে মাইজ কাকারা জামে মসজিদের পুকুর পাড়ে বেশ কয়েকজন শিশু খেলা করছিল। খেলার সময় অসাবধানতা বশত: শিশু মাহমুদুল হাসান মসজিদের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে শিশু মাহমুদুল হাসানকে মসজিদের পুকুর থেকে স্থানীয়রা মৃতাবস্থায় উদ্ধার করে। পরে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মাহামুদুল হাসানের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান জানান, সকালের দিকে মাহামুদুল হাসান নামে এক শিশু মসজিদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। স্থানীয়রা আমাকে শিশুর মৃত্যুর ব্যাপারে অবগত করেছেন। আসলে শিশুর মৃত্যুর বিষয়টি সত্যি খুবই দুঃখজনক। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাদের অনুমতি নিয়ে শিশুটির লাশ দাফনের ব্যবস্থা করা হয় বলেও তিনি জানান।

Exit mobile version