parbattanews

চকরিয়ায় পুলিশের অভিযানে ১১ মামলার পরোয়ানাভুক্ত পালাতক আসামী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১১টি মামলার পরোয়ানাভুক্ত পালাতক আসামী আরফান উদ্দিন (৩৩) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

ধৃত আসামী উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর(এসএম চর) এলাকার শামসুল আলমের পুত্র।
শনিবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে কাকারা পুলের ছড়া এলাকা থেকে আসামী আরফানকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি মামলার পরোয়ানাভুক্ত পালাতক আসামি আরফান উদ্দিন (৩৩) নামের এই বনদস্যুকে গ্রেফতার করেছে।
ধৃত আসামীর বিরুদ্ধে থানা ও আদালতে ১১টি মামলা রয়েছে। তার মধ্যে আদালতের ৯টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। এবং অপর ২টি জিআর মামলায় পরোয়াভুক্ত হয়ে সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালাতক ছিল। পুলিশ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন।

থানার উপসহকারী পরিদর্শক(এএসআই)জুয়েল রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এএসআই জুয়েল রায় বলেন, আসামী এলাকায় অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ খবর পেয়ে কাকারা এলাকা থেকে ১১টি মামলার পরোয়ানাভুক্ত পালাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Exit mobile version