parbattanews

চকরিয়ায় পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক (৩৫) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১অক্টোবর) ভোরে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামি ওমর ফারুক উপজেলার কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী এলাকার আহমদ কবিরের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী এলাকায় শনিবার দিবাগত রাতে আদালতের পরোয়ানাভুক্ত প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি অবস্থান নেয়ার সংবাদ পাই মাতামুহুরী তদন্তকেন্দ্রের পুলিশ। ওই এলাকায় সাজাপ্রাপ্ত আসামি অবস্থান নেওয়ার খবর পেয়ে রবিবার ভোরে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি ওমর ফারুকের বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতারণা মামলায় আদালত তাকে ২ বছরের সাজা পরোয়ানা জারি করে। সাজা পরোয়ানা হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version