parbattanews

চকরিয়ায় ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দূর্গত পরিবারে ত্রাণ বিতরণ

 

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় মোরা ও ঘূর্ণিঝড় অক্ষি’র আঘাতে ক্ষতিগ্রস্ত বন্যাদূর্গত পরিবারের মাঝে ফজলুল আরাফাহ্ ফাউন্ডেশন এর উদ্যোগে ১৭ জুন দুপুর ১২টায় ত্রাণ হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।

কয়েক শতাধিক পরিবার দুর্দিনে এসব ত্রাণ সামগ্রী পেয়ে খুবই খুশি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চিরিংগা হক মার্কেট ব্যবসায়ী নেতা মো. আবুল কালাম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও ফজলুল আরাফাহ ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সভাপতি মো. আবুল হাসেম, এম জসিম উদ্দিন, শিমুল, মামুন, রাশেদ, সোহেল, শিল্পী রায়হানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর উপপ্রধান উপদেষ্টা সমাজ সেবক আলহাজ্জ মোহাম্মদ এহেছান।

এছাড়াও বার্ষিক অনুষ্ঠান ও ইছালে ছাওয়াব উপলক্ষ্যে সকালে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন (সোমবার) বিকাল ৪টায় চিরিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনায় থাকবে চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠী।

Exit mobile version