parbattanews

চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট-২০২২ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক ও বালিকাদের ফাইনাল খেলা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে টুর্নামেন্টর এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হযেছেন ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।

অপরদিকে একই স্টেডিয়ামের মাঠে বালক দলের ফাইনাল খেলায় খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩ -১ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিম কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামীলীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন, চকরিয়া (পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সহধর্মিণী শাহেদা জাফর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version