parbattanews

চকরিয়ায় বাগদা চিংড়ি চাষিদের ভাল চাষ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

চকরিয়া প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় ও চকরিয়া উপজেলা পরিষদের আয়োজনে বাগদা চিংড়ি চাষিদের ভাল চাষ ব্যবস্থাপনারর (GAP) ভিত্তিতে উন্নত সম্প্রসারিত পদ্ধতিতে বাগদা চাষ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন সোমবার(২৫ সেপ্টম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুম মোহনায় অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ(অনার্স) এমএ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী সাফিয়া বেগম শম্পা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালাটি ২৫ সেপ্টম্বর থেকে ২৭ সেপ্টম্বর পর্যন্ত চলবে। এতে চকরিয়ায় ১৮ ইউনিয়ন ও পৌরসভার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version