চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় সৌদিয়া বাসের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষে মীর আহমদ (৩৫) নামের বাসচালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক হতাহত সবার পরিচয় বিস্তারিত জানা যায়নি।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী মালবাহী একটি ট্রাক ডুলাহাজারা পাগলিরবীল এলাকায় পৌঁছলে চাকা ফেটে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসচালক মীর আহমদ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস যান চলাচল স্বাভাবিক করে।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মো. সাফায়েত হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্ত করা যায় নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।