parbattanews

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৩, আহত ৮

সড়ক দুর্ঘটনা

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৮ জন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহতরা হলেন ইয়ামিন (৫), মাফিয়া বেগম (৫০) ও মাইক্রোবাস চালক মোহাম্মদ আরিফ (৩২)। আহতরা হলেন শাহিনুর আক্তার (৩৫),সাইফুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৮), ববি আক্তার (১৪), হাফিজুর রহমান (২৮), রুমানা আক্তার (১৪),  স্মৃতি আক্তার (২৪) ও তার শিশু বায়েজিদ (৫)।

চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার
রাত ১২টার দিকে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সাথে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী(এসি) পরিবহনের বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মুহুর্তের মধ্যে সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়।

হাইওয়ে পুলিশ আহতদের চকরিয়াস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version