চকরিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” স্লোগানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সফল ভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে চকরিয়া উপজেলা পরিষদ মাঠে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলামের সভাপতিত্ব সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো ইরফান উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস।
সমাপনী দিবসের পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সরকারি-বেসরকারি সকল কলেজের অধ্যক্ষ, প্রভাষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।