চকরিয়ায় বিজয়ী চেয়ারম্যানের ভাগনেকে পিটিয়ে হত্যা

fec-image

কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয়ী চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগনে গিয়াস উদ্দিন মিন্টুকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার বদরখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের একশ-দেড়শ সমর্থক রাত পৌনে ১১টার দিকে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার বিজয়ী চেয়ারম্যান আরিফের ভাগনে গিয়াস উদ্দিনকে পিটিয়ে হত্যা করে। গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়াপাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী বিষয়টি বলেন, মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়ায়, পিটিয়ে, বিজয়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন