চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫৫ হাজার টাকা জরিমানা

fec-image

চকরিয়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে বেকারী, মুদি দোকান, হোটেল ও ফামের্সীসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী স্টেশনে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে এ সব প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের সতর্ক করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদত্তীর্ণো খাবার, ভেজাল ওষুধ এবং পরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে বেকারী, মুদির দোকান, হোটেল ও ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

অভিযানের সময় সাথে ছিলেন হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া থানার একদল পুলিশ ও ইউএনওর অফিস সহকারী শান্তিপদ দে এবং উপজেলা টেকনেশিয়ান এরশাদুল হক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বার্হী কর্মকর্তা, ভ্রাম্যমান আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন