parbattanews

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শনিবার(১৭মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। দিবসটিকে ঘিরে এদিন সকালে পৌরশহরের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া কোরক বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌর কমিউনিটি সেন্টার(শেখ রাসেল মিনি স্টেডিয়াম) মাঠে সমবেত হয়।

পরে কমিউনিটি সেন্টার মাঠ থেকেই জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক শুভযাত্রা র‌্যালি বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে মিলিত হয়ে হলরুম “মোহনা”মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মো. আনোয়ারুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, চকরিয়া থানার অফসার ইনচার্জ(ওসি)মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন ডা. ফেরদৌসি আক্তার দীপ্তি, উপজেলা স্যানিটেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন. উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version