parbattanews

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

চকরিয়া উপজেলায় জাতীয় শোক দিবসের কর্মসূচি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এম.এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সর্বস্তরের জনসাধারণ প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক শেষে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসেনর সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম এ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো.মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম সফিকুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলালসহ অনেকে।

আলোচনা সভা শেষে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version