parbattanews

চকরিয়ায় রেল লাইন নির্মানের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় রেল লাইন নির্মাণ কাজের সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৪আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রওশন আলী সিকদারপাড়ায় এলাকায় মর্মান্তিক এ ঘটনা।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলেন, রওশন আলী সিকদারপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন (৬) ও মো. মানিকের ছেলে আবদুর রহমান (৮)। তারা দুইজনই সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই শিশু আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশ্ববর্তী নির্মাণাধীন রেল লাইনের জন্য উত্তোলিত মাটির গর্তে খেলা করতে যায়। চলতি বর্ষামৌসুমে কয়েকদিনের ভারি বর্ষনের ফলে দুই অবুজ শিশু গর্তের পানিতে ডুবে মারা যায়। তারা দুইজনকে না পেয়ে আশপাশে খুঁজাখুঁজি শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় নিহতদের মরদেহ উদ্ধার করেন তাদের আত্বীয় স্বজনরা। নিহত শিশুদের পারিবারিকভাবে কবরস্থানে দাফনের ব্যবস্থা নিয়েছেন বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুই শিশু রেললাইনের গর্তের পানিতে ডুবে মারা গেছে শুনেছি। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত করণীয় নির্ধারণ করা হবে।

Exit mobile version