parbattanews

চকরিয়ায় স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে যৌতুক ও নারী নির্যাতনে অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রহমত উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে ঘটনার সাত বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ এলাকার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাহামত উল্লাহ উপজেলার সাহারবিল ইউনিয়নের মাদ্রাসা পাড়া এলাকার নুরুল কবির প্রকাশ খুইল্যা মিয়ার ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ২০১১ সালে গ্রেফতারকৃত আসামি রহমত উল্লাহ স্ত্রী জোসনা বেগম বাদি হয়ে যৌতুক দাবি ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী রহমত উল্লাহ’র বিরুদ্ধে আদালতে মামলা করে। ওই মামলায় আদালতে এক বছরের সাজা পরোয়ানা জারির পর পরই আত্মগোপনে চলে যায় রহমত উল্লাহ। দীর্ঘ সাত বছর পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতকানিয়া এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সাজাপ্রাপ্ত ওই আসামি গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, বুধবার সকালে ধৃত আসামীকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

Exit mobile version