parbattanews

চকরিয়ায় হামলায় গাড়ী ভাংচুর, চালক-সুপারভাইজার আহত, সড়ক অবরোধ

চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার থেকে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি গাড়ি (নং চট্টমেট্টো ১১-০০৫০) চট্রগ্রামে ফেরার পথে চকরিয়া পুরাতন বাসষ্টেশন এলাকায় পৌঁছলে যানজটে আটকে যায়। এসময় কয়েকজনের সাথে গাড়ীর সুপার ভাইজারের কথা কাটাকাটির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বেদম মারধর করে সৌদিয়া গাড়ী চালক মো. এনামুল হক (৪৫) ও সুপারভাইজার আবদুর রহিম (২৫)কে। ভাংচুর করে সৌদিয়া পরিবহনের ওই বাসটি।

স্থানীয় পরিবহন শ্রমিকরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের পুরাতন বাসস্টেশনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় শ্রমিকেরা চালক ও সুপারভাইজারকে মারধর করার অভিযোগে জড়ো হয়ে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। ফলে অন্তত একঘন্টা ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা ব্যারিকেড তুলে নেন।

Exit mobile version