চকরিয়ায় ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৮২৫ পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টা ও শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজরা বন বিভাগের চেকপোস্টের সামনে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. হোসেন (৫৫) কক্সবাজার সদরের খুরুশকুল ইউপির বঙ্গবন্ধু বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও মো. বেলায়েত হোসেন (৪৮) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আলগীচর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
গ্রেফতারের বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা বন চেকপোস্ট সামনে পৃথক অভিযানে যাত্রীবাহী রিলাক্স ট্রান্সপোর্ট বাস তল্লাশি করে ৮২৫ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৫) ও একই স্থানে ফের অভিযান চালিয়ে যাত্রীবাহী পূরবী বাস তল্লাশি করে ২০০০ পিস ইয়াবাসহ মো. বেলায়েত হোসেন (৪৮) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইন মামলা রুজুর পরে আদালতে সোপর্দ করা হয়েছে।