চকরিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি’র ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোছাইন ইন্তেকাল করেছেন (৭০)।
রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আমেরিকার বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মরহুম কামাল হোছাইনের সহধর্মিনী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কখন তার লাশ দেশে আনা হবে সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি স্বজনরা।
এদিকে সাবেক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন।
বিবৃতিদাতারা হলেন- কক্সবাজার-১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, মুজিবুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উদ্দিন, শাহনেওয়াত তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার।