parbattanews

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস

chakaria-haspita-10-11-16-copy

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাছির আরিফ মাহমুদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শুনেন। তিনি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী দেখে ৫০শয্যা থেকে শীঘ্রই ১০০ শয্যায় উন্নীত করণে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়াও হাসপাতালের আবাসিক জরাজীর্ণ ভবন সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইউএইজএড সংস্থার কান্ট্রিডিরেক্টর জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদু সালাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: ছাবের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ সহ হাসপাতালের চিকিৎসকগন ও সাংবাদিকরা।

Exit mobile version