চকরিয়া ও পেকুয়ায় ১৬টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

fec-image

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীক প্রাপ্তির জন্য চকরিয়া ও পেকুয়ার ১৬টি ইউনিয়নে প্রার্থীদের সকল অপেক্ষার অবসান হলো।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। আজ মঙ্গলবার (২৬অক্টোবর) দুপুরে চূড়ান্তভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঘোষিত প্রার্থীদের তালিকায় চেয়ারম্যান পদে চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছে তারা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাহারবিল ইউনিয়নে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল,

কাকারা ইউনিয়নে চকরিয়া উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান শওকত ওসমান, বদরখালী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, ঢেমুশিয়া ইউনিয়নে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ:লীগের সহ-সভাপতি মঈনউদ্দিন আহমদ চৌধুরী, কোনাখালী ইউনিয়নে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ:লীগের সহ-সভাপতি জাফর আলম সিদ্দিকী, ভেওলা মানিকচরে ইউনিয়নে আ:লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়নে আ’লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব বুলেট, কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিহত নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না।

অপরদিকে, পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন, পেকুয়া সদর ইউনিয়নে সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়নে আবুল কাশেম, শিলখালী ইউনিয়নে কাজিউল ইনসান, মগনামা ইউনিয়নে নাজেমউদ্দিন চৌধুরী, রাজাখালী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল এবং উজানটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, ঘোষিত চকরিয়া-পেকুয়া এসব ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন