parbattanews

চকরিয়া কোরক বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ২০২২ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠের মাঠে এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনছারুল করিমের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম.এ।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম।

এছাড়াও বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আবচার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল মোক্তাদির লিটন, সাইফুল কাদের সোহেল, সাংবাদিক এম. মনছুর আলম রানা, ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি মাষ্টার জাইদুল হক, মাষ্টার রিদুয়ানুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অধ্যয়নরত দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

বিদায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এবং গীতা পাঠ করেন পরীক্ষার্থী প্রত্যয় দাশ অরন্য। বিদায়ী পরীক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ আল বারাদী এবং সেলিয়ার হোছাইন সিলভিয়া। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তনিমা জয়নাল মনীষা।

Exit mobile version