চকরিয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের বাধা
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
বিএনপি যুগ্ন-মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ র্শীষ নেতাদের মুক্তির দাবীতে কক্সবাজারের চকরিয়া বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ। পরে বিএনপি ও অংগ সংঘঠনের নেতাকর্মীরা চকরিয়া পৌর এলাকায় মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে বিএনপি ও অংগ সংঘঠনের উদ্যোগে সালাহ উদ্দিন আহমদসহ র্শীষ নেতাদের মুক্তির দাবীতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে মিছিলে বাধা দেয়। এতে করে উভয়ের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
পুলিশের বাধায় নেতাকর্মীরা বিক্ষোভ করতে না পেরে পৌর এলাকায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে র্দীঘ মানবন্ধন করে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোশারফ হোসেন তারেক, আকতার ফারুক খোকন, নজরুল হক বিটু প্রমুখ। বক্তারা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সালাহ উদ্দিনসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।