চট্টগ্রাম ও কক্সবাজারের দিকে ধেয়ে যাচ্ছে মহাসেন
ডেস্ক নিউজ, ঢাকা: ঘূর্ণিঝড় মহাসেন পটুয়াখালী অতিক্রম করে এখন চট্টগ্রাম ও কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম এ তথ্য জানান।
শাহ আলম বলেন, “মহাসেন বঙ্গোপসাগর থেকে তেতুলিয়া এবং মেঘনা নদী দিয়ে বরগুনার পাথরঘাটা হয়ে উত্তর-পূর্ব দিক থেকে চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ঝড়ের গতিবেগ কমে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। তবে সমতলে এলে ঝড়ের গতি আরো কমে আসবে।”
শাহ আলম বলেন, “ঝড়ের প্রভাবে সারা দেশে প্রবল বর্ষণ শুরু হয়েছে। তবে খেপুপাড়ার প্রবল বর্ষণ এখন অনেকটাই কমে এসেছে। পটুয়াখালী থেকে ঝড়টি মংলার দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও, তা ক্রমশ সেখান থেকে সরে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে মহাসেন চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় অঞ্চলের ১৪০ কি.মি. সীমানার মধ্যে প্রবেশ করেছে। যে কোনো সময় তা আঘাত হানতে পারে। তবে দুঃখজনক বিষয় ৭ নম্বর বিপদ সংকেত দেখানোর পরেও কক্সবাজার সমুদ্র সৈকতে সাধারণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ঝড়ের প্রভাবে সৈকত প্লাবিত হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।”
সমুদ্র সৈকত থেকে নিরাপদ অবস্থানে সরে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান ।