চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অব্যাহত দূর্ঘটনা রোধে সড়কটি দ্রুত ছয় লেনে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা শনিবার( ৫ এপ্রিল) সকাল দশটায় ঈদগাঁও বাস স্টেশনে মানববন্ধন করেছে।
ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে মাওলানা বশির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা, কক্সবাজার জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মৌলানা সেলিম উল্লাহ জিহাদী, ইসলামাবাদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম ও মৌলানা এনামুল হক ইসলামাবাদী।
বক্তারা প্রধান উপদেষ্টা ও সড়ক পরিবহন উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন,এ সড়কে আমরা আর লাশের সারি দেখতে চাই না। বিগত অর্ধশত বছর ধরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবহেলিত।অথচ এই দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারে পৃথিবীর সর্ব দীর্ঘ সমুদ্র সৈকতের অবস্থান।
যাকে কেন্দ্র করে দেশী বিদেশী পর্যটকদের জন্য গড়ে উঠেছে ছোটবড় পাঁচ শতাধিক হোটেল মোটেল। কক্সবাজারে রয়েছে মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা ১০/১২ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী। যাদের কেন্দ্র করে আন্তর্জাতিক শত শত দাতা সংস্থার প্রতিনিধিরা এ সড়ক দিয়ে কক্সবাজারে যাতায়ত করে।
তারা আরো বলেন , সরকার কক্সবাজারের লবণ শিল্প, পর্যটন শিল্প, মৎস শিল্প,রাবার শিল্প সহ বিভিন্ন শিল্প থেকে প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছে। তারপরও বিগত অর্ধশত বছর যাবত এ মহাসড়কটি প্রশস্ত করণে বিগত সরকার গুলো কোন উদ্যোগ নেয়নি।
বরং তারা ছিল জনগণের টাকা নিয়ে তাদের স্বজনদের নামে অপ্রয়োজনীয় নানা প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত ।যার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এ মহাসড়কের যাত্রীরা। সর্বশেষ বিগত ঈদের খুশিতে দুই দিনে এই মহাসড়কের চট্টগ্রামের চুনতিতে তরতাজা সতেরোটি তাজা প্রাণ দূর্ঘটনায় ঝরে গেছে এবং অসংখ্য আহত হয়েছে।
যা এ অঞ্চলের জনগণকে দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য করেছে।ঘটনা পরবর্তী সড়ক ও পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম মহানগর জামায়াত আমির,সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত চার লেনে মহাসড়কটি নির্মাণের ঘোষণা দেন।
বক্তারা দাবি করেন, যেহেতু কক্সবাজারের পর্যটন শিল্প ও রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে সারা বছর সারাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ও বিদেশী মেহমানরা কক্সবাজারমুখি , সেহেতু অব্যাহত দূর্ঘটনা রোধ করতে হলে এ মহাসড়কটি চার লেনের পরিবর্তে দ্রুত ছয় লেনে বাস্তবায়ন করতে হবে। তবেই দূর্ঘটনা রোধ সম্ভব হবে বলে তারা দাবি করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এ প্রাণের দাবিতে অংশ গ্রহণ করেন।