চতুর্থবারের মতো বন্যার কবলে বাঘাইছড়ি

fec-image

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে টানা চতুর্থ বারের মতো রাঙ্গামাটির বাঘাইছড়ি ভয়াবহ বন্যার কবলে পড়ছে।

উপজেলা প্রশাসনের তথ্যমতে ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৩ হাজার পরিবার ও ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে ২২টি আশ্রয় কেন্দ্রে ৪৫০ জন বন্যাদুর্গত পরিবারের ১৫০০ মানুষ আশ্রয় গ্রহণ করেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ সড়ক তলিয়ে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ের মাটি ধসে পড়ে মারিশ্যা দিঘিনালা সড়কে যানচলাচল বন্ধ সাময়িক বন্ধ রয়েছে।

এ ছাড়াও বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে সাজেকে আটকে পড়েছে ২৫০ জন পর্যটক। উপজেলা প্রশাসনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বন্যার ফলে ৩ শতাধিক মাছের পুকুর এবং শতশত একর জমির ফসল ভেসে গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন