চন্দ্রঘোনায় জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


রাঙামাটির চন্দ্রঘোনা থানায় জামায়াতের উদ্যােগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন, প্রতিষ্ঠালগ্ম থেকেই জামায়াত মানবতার সেবা করে যাচ্ছে। সুখে দুঃখে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে জামায়াত। বিগত ফ্যাসিস্ট সরকার জামায়াতকে প্রকাশ্যে মানুষের সেবাও করতে বাধা দিত। যখনই কোন সেবা নিয়ে জামায়াত নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেত তখনই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার হামলা ও মামলা করত।এরপরেও জামায়াত সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে মানবতার সেবা করে গিয়েছিল। এখন মুক্ত পরিবেশে শীতার্ত মানুষের সহযোগিতা করতে পারায় মহান আল্লাহর শোকরিয়া আদায় করি। আগামীদিন জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে দারিদ্র নির্মূল করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে বলে জানান আমির।
চন্দ্রঘোনা থানা আমির আহনাফ বাশীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনছুরুল হক।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, চন্দ্রঘোনা থানার দায়িত্বশীল আবু তাহের।
এদিকে একই দিনে একই স্থানে সংগঠনটির উদ্যোগে পরিকল্পনা ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পরিকল্পনা ২০২৫ এর আলোকে জামায়াত নেতৃবৃন্দকে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌছে দিতে আমির দিক নির্দেশনা দেন নেতা-কর্মীদের।
আমির এসময় আরও বলেন, আগামীদিনের কাঙ্খিত ইসলামী বিপ্লব সাধনে জামায়াত জনশক্তিদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এইজন্য দেশের জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারী বলেন, আমাদের ভিশন হলো মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন করা। এই ভিশন বাস্তবায়নের জন্য জামায়াত নেতৃবৃন্দদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে ।জামায়াত কর্মী মানে সমাজ কর্মী, এ স্লোগান ধারণ করে মানবতার সেবায় নিজেদেরকে সেবা কাজে ব্রতী হতে হবে।আগামী জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য লোক নির্বাচিত করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্টার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহবান জানান জামাতের এ নেতা।