চন্দ্রঘোনায় মদ তৈরির উপকরণ ও অটোরিক্সাসহ গ্রেপ্তার ৪
রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৪৭ কেজি চোলাই মদ তৈরির উপকরণ ও অটোরিক্সাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামালের (ওসি সার্বিক তত্ত্বাবধানে ঘটনারদিন সন্ধ্যায় এসআই রিশিত খান ও সঙ্গীয় ফোর্স থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন চন্দ্রঘোনা ফেরিঘাট- বাঙ্গালহালিয়া বাজার সড়কে বিশেষ অভিযান চালায়। এসময় রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকার বাসিন্দা মো. আরমান(২২), সিনুপ্রু মারমা(৩২), এবং একই ইউনিয়নের ডংনালা এলাকার বাসিন্দা মো. সোহাগ (১৯), মো. ইমাম হোসেনকে (২২), ২৪৭ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ও একটি সিএনজি চালিত অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার ওসি জানান।