parbattanews

চন্দ্রঘোনায় ২শ’ লিটার মদসহ মহিলা ব্যবসায়ী আটক

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি সাকিনে আনু মারমার বসতঘরের সামনে ছড়ার পাড়ে খালি জায়গায় ১০টি পুরাতন প্লাস্টিক ব্যাগে সাদা পলিথিনে মোড়ানো প্রতিটিতে ৪টি করে পলিথিন এবং প্রতি পলিথিনে ৫ লিটার করে প্রতি ব্যাগে ২০ লিটার করে সর্বমোট ২শ’ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

যার বাজার মূল্য অনুমান ৬০হাজার টাকা। এ ঘটনায় মাদক বিক্রেতা মানুচিং মারমা (৩৮) স্বামী-আলুমং মারমা সাং-ডলুছড়ি থানা -চন্দ্রঘোনা উপজেলা-কাপ্তাই-কে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা মদ বিক্রয় করতো। উদ্ধারকৃত চোলাইমদ চট্টগ্রাম শহরে প্রেরণের জন্য মজুদ করে বলে প্রাথমিকভাবে জানা যায়।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত আসামির বিরূদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version