চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তি উদযাপন

fec-image

রাঙামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ২ দিনব্যাপি নানান আয়োজনে ১১৫ বছর পূর্তি পালন করেছে।

রবিবার (১১ ডিসেম্বর) সকাল হতে রাত ব্যাপি হাসপাতাল স্টাফ ক্লাবে পুরস্কার বিতরণ, সম্মননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।

এবারে প্রতিপাদ্য বিষয় “চির সবুজ তুমি অনন্য, স্বাস্থ্যসেবার জন্য”।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কেকে কেটে হাসপাতালের ১১৫বছর পালন করা হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহম্মেদ।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিলিয়াম এসাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী আতাউল গনি ওসমানী, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার , সীপকস কাপ্তাই উপশাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা প্রমুখ।

পরে বিভিন্নক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন