চন্দ্রঘোনা থানার আয়োজনে বাঙালহালিয়াতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানার আয়োজনে বাঙালহালিয়াতে সম্প্রীতি সমাবেশ, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ৩ নং বাঙালহালিয়া ইউপি সম্মেলন কক্ষে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়্ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী-চন্দ্রঘোনা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ।
ওসি তদন্ত ইসতিয়াক আহম্মদের সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, ইউপি সদস্য মো. আব্দুল কাদের হাওলাদার, মো. কামাল হোসেন, এমদাদুল হক, শিমুল দাশ, ক্যাসিংহলা মারমা, ইখ্যাইচিং মারমা সহ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।