চন্দ্রঘোনা থানার ওসি ও প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানকে সংবর্ধনা


রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত এবং পার্বত্য নিউজের প্রতিনিধি, আজগর আলী খান কোভিট ১৯ মহামারী করোনায় বিশেষ অবদান রাখায় বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় সময় বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ও রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান।
সংবর্ধনা অনুষ্ঠান মাসুম তালুকদার ও সুমন বড়ুয়ার উপস্থাপনায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি হাজী শামশুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইলিয়াজ সওদাগর, কনক শাহা, সজল দে, ব্যবসায়ী পুলক চৌধুরী, মুছা সওদাগর নুরুল আবচার সহ বাজারের ব্যবসায়ীগণ।
অনুষ্ঠানে রাঙামাটি জেলায় চন্দ্রঘোনা থানার শ্রেষ্ঠ ওসি ইকবাল বাহার চৌধুরী ,ও সাংবাদিক আজগর আলী খানসহ সমিতির সকল সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।