parbattanews

চন্দ্রঘোনা সড়কে মোটরসাইকেল ও চাঁদের গাড়ি মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ২

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর আবাসিক এলাকায় রাজস্থলী টু বাঙ্গালহালিয়া সড়কে মটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমৃখি সংর্ঘষের ঘটনায় উক্যাচিং নামক( ১৮) স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। তারা হলেন, মোটরবাইক চালক কাঞ্চন তনচংগ্যা (২৬), মাওয়াচিং (২০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজস্থলীর চন্দ্রঘোনা সড়কে বিপরীত থেকে আসা চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে এঘটনা ঘটে। নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে বলে জানাযায়। সে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনা শুনেছি, সকালে ঘটনার পর পর ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উক্যাচিং মারমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চাঁদের গাড়ি চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version