চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সাম্প্রদায়িক করার বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সাম্প্রদায়িক করার বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
চবি শাখার সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের যৌথ বিবৃতিতে বলা হয়, গত (৮ আগস্ট) সকাল ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য অত্যাধুনিক সুবিধাসম্পন্ন বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল উদ্বোধন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত হলটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ আসন বরাদ্দ রেখে বাকি ৪০ শতাংশ সাধারণ ছাত্রীদের জন্য নির্ধারণ করেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সাম্প্রদায়িক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলায় নির্দিষ্ট ১ শতাংশ ক্ষুদ্র-নৃ গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য ৬০ শতাংশ আসন বরাদ্দ করে বাকি ৯৯ শতাংশ ছাত্রীদের জন্য ৪০ শতাংশ আসন বরাদ্দ দেওয়া পাকিস্তান সরকারের বিভাজন নীতিকেই স্মরণ করিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সাম্প্রদায়িক সিদ্ধান্ত বাতিল করবে বলে আশা করছি।