parbattanews

চমেক থেকে ১৮ চিকিৎসককে খাগড়াছড়ি হাসপাতালে পদায়ন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ১৮ জন চিকিৎসককে বদলির আদেশ জারি করা হয়েছে। তাদেরকে খাগড়াছড়ি হাসপাতালে বদলি করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকরিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়।

করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে এসব চিকিৎসকদের বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চমেক সূত্রে জানা গেছে, বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬০ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৬, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, খাগড়াছড়ি সদর হাসপাতালে ১৮, ফেনী সদর হাসপাতালে ১৮ ও দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনকে বদলি করা হয়েছে।

বদলির নির্দেশনা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’

বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। বুধবারের (৭ জুলাই) মধ্যে তাদের পদায়ন করা কর্মস্থলে যোগ দেওয়ার কথাও বলা হয়ে।

Exit mobile version