চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ২


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শ্রমিক মিশকাত মারা গেছেন। শুক্রবার সকালে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিশকাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের বাসিন্দা। এর আগে সোমবার বিকেলে দগ্ধ আরেক শ্রমিক শওকতের মৃত্যু হয়। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত দুই শ্রমিক মারা গেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, গত সোমবার সকালে হাসপাতালের সপ্তম তলায় এসি মেরামতের সময় বিস্ফোরণে গণপূর্ত বিভাগের আউটসোর্সিংয়ের তিন টেকনিশিয়ান দগ্ধ হন।
এর মধ্যে একজন ঘটনার দিন বিকেলেই মারা যান এবং আরেকজন শুক্রবার সকালে মারা যান। দগ্ধ তৃতীয় শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: এসি বিস্ফোরণ, চট্টগ্রাম, শ্রমিকের মৃত্যু
Facebook Comment

















