চাঁদার দাবিতে ৬ টি রাবার বাগানের ২৬ শ্রমিককে অপহরণ

fec-image

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকার ৬টি রাবার বাগানে কর্মরত ২৬ জন শ্রমিককে পাহাড়ী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে।
গতকাল রোববার ভোর রাতে এই অপরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

অপহৃত রাবার শ্রমিকদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ অভিযান অব্যহত রয়েছে। চাঁদার দাবিতে রাবার শ্রমিকদের অপহরণ করা হয়েছে বলে রাবার মালিকরা জানিয়েছেন।

অপহরণকারী সন্ত্রাসীরা রোববার সকাল সাড়ে দশটার দিকে আরাফাত রাবার প্লান্টেশন এর মালিক শাহাজাহানের মুঠো ফোনে অপহৃত শ্রমিকদের মুক্তিপন বাবদ ৬ লক্ষ টাকা দাবি করেছেন মর্মে জানা গেছে। রোববার সন্ধ্যা নাগাদ অপহৃতদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানা গেছে।

অপহৃত রাবার শ্রমিকরা হলো: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যংগার বিল এলাকার অধিবাসী মো: ফারুক (২৬), মোঃ আইয়ুব আলী (২৬), মোঃ ছিদ্দিক (৪০), মোঃ আব্দুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭)। নাইক্ষ্যংছড়ি উপজেলার আলিখ্যং এলাকার অধিবাসী মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মোবারক (২৫), মোঃ হারুন (৩০), রমিজ উদ্দিন (৩০), ছৈয়দ নুর (২৮), মোঃ কায়সার (৩৮), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ ইমরান (১৭)। কক্সবাজার জেলার ইদগড় ইউনিয়নের মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৯), মোঃ আবদুর রাজ্জাক (৩৩) ও মুবিন (২৫)।

অপহৃত আরও ৬ জন শ্রমিকের নাম পাওয়া যায় নি। এরা সকলে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় অবস্থিত রাবার বাগান মালিক মোঃ ফোরকান আহমেদ (৪৮), নুর মোহাম্মদ (৩২), আহসান উল্লাহ (৩৫), মোঃ হুমায়ুন (৪৫), আজিজুল হক (৩৮) ও আবুল কালাম (২৮) এর রাবার বাগানে রাবার শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

লামা উপজেলা সদর থেকে দূর্গমে অবস্থিত এই এলাকাটি পাহাড়ী সন্ত্রসীদের অভ্যয়ারোন্য হিসাবে পরিচিত। লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাবার শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য যে, এই ঘটনার পূর্বে লামা উপজেলার সরই ইউনিয়নে চাঁদার দাবিতে পাহাড়ী সন্ত্রাসীরা দফায় দফায় বিভিন্ন লোকজনকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে মুক্তিপন আদায় করে অপহৃতদের ছেড়ে দেয় বলে জানা গেছে। বর্তমানে পুরো উপজেলায় অপহরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লামা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255

Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন