parbattanews

চাউল বোঝাই ট্রাকের ভারে বেইলী ব্রিজ ধস

মাল বোঝাই ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যায়

খাগড়াছড়ির জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও রাঙামাটির একাংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেতুর দু’দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বুধবার (২৬ জুন) ভোরে সকালে অতিরিক্ত চাউল মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলী ব্রিজের পাটাতন খুলে পড়ে গেলে ট্রাকটি আটকে যায়।

এ দিকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুসহ পর্যটন স্পট সাজেকের যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে বেইলী ব্রিজটি মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ সচল করা যাবে বলা যাচ্ছে না।

Exit mobile version