চালকের গলা কেটে টমটম নিয়ে পালানোর সময় ডাকাত আটক
কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারি চালিত টমটম চালকের গলায় ছুরিকাঘাত করে টমটম নিয়ে পালানোর সময় রুবেল নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি ) রাত ৮টার দিকে উপজেলার টৈইং ইউনিয়নের জুম খোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছেমন খালি এলাকার মোস্তাক আহম্মদের ছেলে ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, জুম খোলা থেকে স্থানীয়রা রুবেলকে আটক করে জুম পাড়া নিয়ে আসে। আমাকে খবর দিলে আমি গিয়ে পেকুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন , টমটম ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশকে খরব দিলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।