parbattanews

প্যারালাইসিস মহিলার চিকিৎসা সহায়তায় দীঘিনালা জোন

দীঘিনালায় স্বামী পরিত্যক্তা এক হতদরিদ্র মহিলার চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেছে দীঘিনালা জোন। বুধবার (১৮নেভেম্বর) দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ অনুদান তুলে দেন।

জানাযায়, উপজেলার মেরুং ইউনিয়নের অনাথ আশ্রম এলাকার শাহ আলম এর স্ত্রী রোকেয়া বেগম(৩৭) দীর্ঘ ৮ মাস যাবৎ অবস জনিত রোগে (প্যারালাইসিস) শয্যাশায়ী হয়ে আছেন। ফলে চলাফেরা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি।

বাঙালি মহিলাকে উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নেয় দীঘিনালা জোন। বুধবার দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন ওই অসুস্থ মহিলাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করেন। এসময় অনুদান গ্রহণ করেন অসুস্থ শয্যাশায়ী মহিলার চাচাতো ভাই আবদুল হান্নান।

অসুস্থ রোকেয়া বেগম (৩৭) এর চাচাতো ভাই আবদুল হান্নান জানান, বিগত ৮ মাস যাবত আমার বোন, হাত এবং পা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন। আর্থিক অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। দীঘিনালা জোনের অনুদান পেয়ে এখন চিকিৎসা করাতে পারবো।

এব্যাপারে দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি বাঙ্গালীদের সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Exit mobile version