খাগড়াছড়িতে ২৫৬ বস্তা চাউল চুরির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিন মামলা


খাগড়াছড়িতে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচীর ২৫৬ বস্তা চাউল চুরির ঘটনায় ৭ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাদের নামে বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিন মামলা হয়েছে। তবে এ ঘটনায় দুই চাউল ক্রেতা গ্রেফতার হলেও মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
সোমবার(১৩ এপ্রিল) খাগড়াছড়ির দীঘিনালায় ওএমএস’র ৭০ বস্তা চাউল চুরির অভিযোগে পলাতক মেরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির হোসেন প্রধান দুই জনের বিরুদ্ধে দীঘিনালা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব।
জেলা ছাত্রলীগ জহির হোসেনকে সংগঠন থেকে বহিস্কার করেছে। পুলিশ চাউল ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে।
অপর দিকে রবিবার মাটিরাঙার তাইন্দং ও গোমতি ১৮৬ বস্তা সরকারি চাউল চুরির ঘটনায় যুবলীগ ও শ্রমিক লীগের পাঁচ নেতাকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এখানেও চাউল ক্রেতা আবুল হাসেমকে গ্রেফতার করা হলেও মুল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে।